প্রশ্ন-উত্তর ভিত্তিক ‘ কোরা ‘ বাংলায়
প্রশ্ন উত্তর ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট কোরা এখন হাজির বাংলা ভাষায়। ‘জ্ঞান ভাগ করে নেওয়া ও বিশ্বকে আরও ভালোভাবে জানার জন্য একটি জায়গা’ ট্যাগে শুরু হওয়া বাংলা পোর্টালটিতে প্রশ্ন করেই জানা যাবে সব উত্তর।
১৮’র ডিসেম্বরে পরীক্ষামুলকভাবে চালু হওয়া কোরা এখন সকলের জন্য উন্মুক্ত। ইতিমধ্যে যাদের ইংরেজী ভার্শনের কোরা(মূল সাইট) তে যাদের একাউন্ট ছিলো তারা আগের ক্রেডেন্সিয়াল গুলো দিয়েই নতুন পোর্টলটিতে লগিন করতে পারবেন।
লিঙ্কঃ https://bn.quora.com/
বাংলার পাশাপাশি দক্ষিন এশিয়ার পাঁচটি ভাষায় কোরা চালু রয়েছে, যার সর্বমোট ব্যাবহারকারী ৩০ কোটির ও বেশি।
চালুর পর থেকেই বিভিন্ন সেক্টরের প্রোফেশনালদের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র প্রধান ও ব্যক্তিবিশেষ এতে নানান প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।
কোরা’র শুরুটা হয় ২০০৯ এ, তাও ফেসবুকের সাবেক কারিগরি কর্মকর্তা ডি অ্যাঞ্জেলোর হাত ধরে।
ইংরেজীর পাশাপাশি ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, ইতালিয়ান, ইন্দোনেশিয়ান ও জাপানি ভাষায় কোরা চালু আছে।