দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস১০ সিরিজ
গত ২০ ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে উন্মোচন করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস১০, এস১০ প্লাস ও এস১০ ই। এইবার ফোন তিনটি গ্রামীণফোনের অংশীদারত্বের ভিত্তিতে দেশের বাজারে উন্মোচন করা হয়েছে এবং প্রি-বুকিং শুরু হয়েছে।
এই বিষয়ে স্যামসাং জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস১০ সিরিজের ফোনগুলোতে এইচডিআর ১০+ ফিচারের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এর ফলে ব্যবহারকারীরা বেজেলহীন সিনেমাটিক ইনফিনিটি ডিসপ্লে ব্যবহারের স্বাদ পাবে। এতে পাওয়ার শেয়ারিং প্রযুক্তি রয়েছে। ফোনগুলোতে আধুনিক সকল প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
দেশের বাজারে ফোনগুলোর মূল্য ধরা হয়েছেঃ
- স্যামসাং গ্যালাক্সি এস১০– ৮৯ হাজার ৯০০ টাকা।
- স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস– ৯৯ হাজার ৯০০ টাকা।
- স্যামসাং গ্যালাক্সি এস১০ ই– ৭৪ হাজার ৯০০ টাকা।
২৭ ফেব্রুয়ারি থেকে ফোনগুলোর প্রি-বুকিং শুরু হয়েছে। প্রি-বুকিং থাকছে ক্যাশব্যাকসহ নানা সুবিধা। গ্রামীণফোনের পক্ষ থেকে ১০ জিবি ফোরজি ডাটা দেওয়া হবে। ফোনটি কিস্তিতেও কেনার সুবিধা রয়েছে।
প্রি-বুকিং করার জন্য এখানে ক্লিক করুণ।
তথ্য ও ছবিঃ প্রথম আলো