ইউটিউব ভিডিও থেকে মিউজিক ডাউনলোড মোবাইলেই!
সচারাচর ইউটিউবে ভিডিও প্লে করলে যেসব মিউজিক বাজতে শুনি। অনেক ইউটিউবার মিউজিক এর কপিরাইটের কারনে কিংবা সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে মিউজিকের লিংক দিয়ে দেয়। আবার অনেকে দেয় না৷ ফলে আমাদের মিউজিকটা পছন্দ হলেও আমারা সেইটা ডাউনলোড করতে পারি না৷ আজকের এই রিভিউতে আপনাদের নাম না জানা মিউজিক কিভাবে বের করবেন সেইটা দেখাবো।
তো উক্ত কাজের জন্য আপনার দুইটি অ্যাপস এর দরকার পরবে৷
1. Free music for YouTube : Stream
Link: https://play.google.com/store/apps/details?id=com.djit.apps.stream
2. Shazam
Link: https://play.google.com/store/apps/details?id=com.shazam.android
অ্যাপস দুইটা প্লে স্টোরেই পাবেন।
- অ্যাপস দুইটা ডাউনলোড করা হলে। যেই ভিডিওতে মিউজিকটা শুনে ছিলেন সেই ভিডিওটার লিংক কপি করুন।
- ঐ ভিডিওটার কপি করা লিংক Free Music App এর সার্চ অপশনে গিয়ে পেস্ট করে দিন।
- সার্চ অপশনের বার এ ডান পাশে একটি আইকন দেখতে পাবেন ঐ খানে ক্লিক করুন।
- ঐ খানে ক্লিক করে Music Only নামে অপশনে একটা টিকচিহ্ন পাবেন৷ ঐ টা ক্লিক করে উঠিয়ে দিন। (ঐটা না উঠালে ভিডিও সার্চ দিলে পাবেন না।)
- এবার সার্চ করার পর ভিডিওটা আসলে ভিডিও টা প্লে করুন।
- ভিডিওটা দেখবেন মোবাইল স্কিন এ একটা ছোট জায়গা নিয়ে প্লে হচ্ছে। ( হতে থাকুক সম্যসা নাই)
- এবার ভিডিও টা প্লে করা অবস্থায় Apps থেকে বেরিয়ে গিয়ে Shazam App টা open করুন৷
- ভিডিওটার যেইখানে মিউজিক টা শুনে ছিলেন সেইখানে ভিডিও টা টেনে নিন।
- ( যেমন : ভিডিওতে কথার সাথে সাথে মিউজিক বাজলে সেইটা Shazam অ্যাপটা বের করতে পারেনা।)
- নিদিষ্ট সময়ে গিয়ে Shazam apps এ গিয়ে ট্যাপ করুন।
- দেখবেন কিছুক্ষণের মধ্যেই মিউজিক টার সব ডিটেইলস ছলে এসেছে যেমন : কোন গায়ক বানিয়েছে, নাম ইত্যাদি।
- তো এবার আপনি আপনার মিউজিক ডাউনলোড করে উপভোগ করুন।
রিভিউ কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন৷
তথ্যসূত্রঃ Nur Mohammad Apu