দেশের বাজারে শাওমি রেডমি গো
সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন রেডমি গো, নিয়ে শাওমি দেশের বাজারে হাজির হয়েছে। এটি শাওমির ১ম অ্যান্ড্রয়েড গো এডিশনের স্মার্টফোন। দেখে নিন রেডমি গো পুরো কনফিগারেশন।
ডিসপ্লেঃ
রেডমি গো ফোনে ৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৭২০*১২৮০ পিক্সেল এবং রেশিও ১৬ঃ৯। স্ক্রীন থেকে বডি রেশিও ৭০%।
চিপসেটঃ
এতে স্ন্যাপড্রাগণ ৪২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সিপিউ কোয়াড কোর ১.৪ গিগাহার্জ করটেক্স-এ৫৩ এবং জিপিউ অ্যাড্রিনো ৩০৮।
র্যাম ও স্টোরেজঃ
ফোনটিতে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মেমরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা স্লট রয়েছে।
ক্যামেরাঃ
ফোনটির পিছনে ৮ (অ্যাপার্চার এফ/২.০) মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ৫ (অ্যাপার্চার এফ/২.২) মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যটারি ও ওএসঃ
এতে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও গো এডিশন।
অন্যান্যঃ
রেডমি গো ফোনটিতে ৪জি সুবিধা রয়েছে। এছাড়া রেডিও ও হেডফোন জ্যাক রয়েছে।
রঙ ও দামঃ
বাজারে এটি কালো ও নীল রঙে এসেছে।
দেশের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছে ৬ হাজার ৯৯৯ টাকা।
তবে ৩ মার্চ সকাল ১১ টায় দারাজের ফ্ল্যাশ সেলে এটির মূল্য হবে ৫ হাজার ৯৯৯ টাকা।