মেসেঞ্জারে ডার্ক মোড!
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকের মেসেঞ্জারে যুক্ত করা হয়েছে ডার্ক মোড। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে মেসেঞ্জারে ডার্ক মোড চালু করবেন-
১। প্রথমে দেখে নিন আপনার ফোনের মেসেঞ্জারটি আপডেট করা আছে কিনা। আপডেট করা না থাকলে প্লেস্টোর থেকে তা করে নিন।
২। আপডেট করা শেষ হলে মেসেঞ্জার থেকে আপনার কোনো বন্ধুকে চাঁদের (🌙) ইমোজি পাঠান। এরপর ফোনের স্ক্রীনে দেখতে পারবেন আকাশ থেকে চাঁদ পড়ছে😜।
৩। তারপর মেসেঞ্জার মেনুতে গিয়ে দেখতে পারবেন ডার্ক মোড অপশন, এটি এইবার চালু করে দিন।
চালু করার সাথে সাথেই সব কালো হয়ে যাবে এবং আপনাকে ডার্ক মোডে স্বাগতম।
ডার্ক মোডটি নিয়ে ব্যবহারকারীদের মাঝে আগে থেকেই ছিলো অনেক আগ্রহ। অনেক দিন ধরে এটি বেটা টেস্টিং এ ছিলো, অবশেষে তা সকলের জন্য উন্মোচন করা হয়েছে।
এরপর ফলে যেমন ফোনের চার্জ সাশ্রয় হবে তেমনি চোখের ক্ষতিও কম হবে। তো চালু করে নিন মেসেঞ্জার ডার্ক মোড। আর চালু করতে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।
সব আইডিতে চালু করা যায়না
কোথায় আমারটা তো হচ্ছে না
শাওমি মোবাইলে ডার্ক মোড হয়না কেনো