ভিভোর গেইমিং ফোন আইকিউওও
চাইনীজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো উন্মোচন করেছে তাদের আইকিউওও সাবব্র্যান্ডের প্রথম স্মার্টফোন ভিভো আইকিউওও। এটি একটি দানবীয় কনফিগারেশনের গেইমিং ফোন। এতে থাকছে স্ন্যাপড্রাগণ ৮৫৫, থ্রিপল ক্যামেরা এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং।
ভিভোর সাবব্যান্ড আইকিউওও এর নাম দিয়ে ইংরেজিতে আই কোয়েস্ট অন অ্যান্ড অন বোঝানো হয়েছে। এই সাবব্যান্ডের নাম দিয়ে ভিভো প্রিমিয়াম ডিভাইস বাজারে আনবে। তারই সূচনা হলো এই গেইমিং স্মার্টফোন দিয়ে।
চলুন জেনে নেওয়া যাক ফোনটির পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৪১ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডির রেশিও ৮৫.১%। এতে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে।
চিপসেটঃ
এতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ অ্যাড্রিনো ৬৪০।
র্যাম ও স্টোরেজঃ
- ৬/৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৮/১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
এতে থাকছে না কোনো মেমরি কার্ড স্লট। ইন্টারনাল স্টোরেজই একমাত্র ভরসা।
ক্যামেরাঃ
ডিভাইসটির পেছনে থ্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ১২ (অ্যাপার্চার এফ/১.৮) মেগাপিক্সেলের আর অন্য দুটি হলো ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ও ২ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য এতে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
গেইমিং সেটআপঃ
ভিভো আইকিউওও ফোনটিতে সুপার লিকুইট কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। গেইমিংকে আরো অস্থির লেভেলের করতে এতে রয়েছে এআই টার্বো, সেন্টার টার্বো, নেট টার্বো, কুলিং টার্বো এবং গেইম টার্বো।
এর ফলে গেইমিং ক্ষমতা ৩০%, ফ্রেম রেইট ৭০% পর্যন্ত বাড়বে। কোনো থামাথামি ছাড়া গেইম খেলার জন্য এতে রয়েছে অটোমেটিকভাবে ওয়াইফাই এবং সিম নেটওয়ার্কে যাওয়ার সুবিধা। ফলে নেটে কোনো সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে সিমে চলে যাবে।
ব্যাটারি ও ওএসঃ
এতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। এর ফাস্ট ব্যাটারি চার্জিং ৪৪ ওয়াট। এটি দিয়ে ৫০% চার্জ হতে সময় লাগবে ১৫ মিনিট এবং পুরো ১০০% চার্জ হতে ৪৫ মিনিট সময় লাগবে। তবে ৬/১২৮ জিবি সংস্করণে থাকবে ফাস্ট ব্যাটারি চার্জিং ২২.৫ ওয়াট।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং ভিভোর নিজস্ব ফানটার্চ ৯।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে হেডফোন জ্যাক থাকছে, তবে রেডিও নেই। যা কিছু দরকার প্রায়ই সব কিছুই রয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি অপ্টিক ব্লু এবং লাভা ওরেঞ্জ রঙে বাজারে পাওয়া যাবে।
ভিভো আইকিউওও এর মূল্য-
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম- ২,৯৯৮ ইউয়ান (৩৭ হাজার ৪৯০ টাকা)
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম- ৩,২৯৮ ইউয়ান (৪১ হাজার ২৪৫ টাকা)
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম- ৩,৫৯৮ ইউয়ান (৪৫ হাজার টাকা)
- ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম- ৪,২৯৮ ইউয়ান (৫৩ হাজার ৭৫০ টাকা)
দেশের বাজারে কবে আসবে তা পরে মূল্য সহকারে জানিয়ে দেওয়া হবে।
পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ কিন্তু বাংলাদেশে কবে আসবে এবং দাম কত হতে পারে ?