মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় হুয়াওয়ে নোভা ৪ই

হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে নোভা ৪ এর টিজার সামাজিক যোগাযোগ মাধ্যেমে প্রকাশ করেছে। এতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, কিরিন ৭১০ ব্যবহার করা হয়েছে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রকাশিত ভিডিও থেকে জানা যায়, হুয়াওয়ে নোভা ৪ই তে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ছোট আকৃতির ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে।

হুয়াওয়ে নোভা সিরিজ স্মার্টফোন প্রেমিদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাকে ধরে রাখতে নোভা ৪ই তে সেলফি ক্যামেরায় অনেক বেশি জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

ফোনটিতে ৬.১৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে থাকছে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৭১০। এতে ৩ হাজার ২৪০ মিলিঅ‍্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ফোনটির পেছনে থাকছে থ্রিপল রিয়ার ক্যামেরা। তবে ক্যামেরাগুলো কত মেগাপিক্সেলের তা জানা যায়নি। আর থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

নোভা ৪ই দেখতে পি৩০ লাইটের এর মতোই। এমনকি ফোন দুটি স্পেসিফিকেশনেও অনেক মিল দেখা গেছে।

খুব শীঘ্রই হুয়াওয়ে নোভা ৪ই উন্মোচন করা হবে।

তথ্যঃ গিজমোচায়না 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।