টুইটারে আসছে হাইড রিপ্লাই
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রিপ্লাই পোপন করার অপশন আসছে। এর ফলে অপ্রয়োজনীয় রিপ্লাই সহজেই টাইমলাইন থেকে গোপন করে রাখা যাবে।
নতুন এই ফিচার নিয়ে টুইটারের পণ্য ব্যবস্থাপক মিশেল ইয়াসমিন হক বলেন, টুইটারের মাধ্যমে যারা মজার মজার কথায় থাকেন, তাদের এই কাজগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এইসবের ধারা ঠিক রাখার জন্য ব্যবহারকারীদের মাঝে আরো কিছুটা নিয়ন্ত্রণ ক্ষমতা দেওয়া হবে।
তিনি আরো বলেছেন, ব্যবহারকারীরা তাদের করা অপছন্দনীয় রিপ্লাই এই ফিচারটি ব্যবহার করে গোপন করতে পারবে। আর এই সব রিপ্লাই দেখার জন্য অন্য ব্যবহারকারীরা একটি অপশন পাবেন, তা দিয়েই হাইড করা রিপ্লাই দেখতে পাবেন। এছাড়া অন্য কোনো উপায় নেই।
টুইটার রিপ্লাই হাইড ফিচারটি আগামী কয়েকমাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালু করা হবে, পরীক্ষামূলকভাবে সফল হলে তা সকলের জন্য উন্মোচন করা হবে।
তথ্যঃ গেজেট নাও