টেক গুজবমোবাইল-ম্যানিয়া

পপআপ সেলফি ক্যামেরার ভিভো এক্স২৭

ভিভো ভি ১৫ ও ভি১৫ প্রো এর মাধ্যমে ভিভো সর্বপ্রথম পপআপ সেলফি ক্যামেরা প্রযুক্তি সবার সামনে উন্মোচন করে। এরপর অন্যান্য কোম্পানির ফোনেও এই প্রযুক্তি দেখা গেছে। ফাঁস হওয়া ছবিতে ভিভো এক্স২৭ ফোনটিতেও পপআপ ক্যামেরা দেখা গেছে।

ভিভো এক্স২৭ ফোনটি খুব শীঘ্রই উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি চাইনিজ একটি টিভি অনুষ্ঠানে ফোনটি দেখা গেছে। ফোনটি দেখতে প্রায় ভিভো ভি ১৫ প্রো এর মতোই।

পপআপ সেলফি ক্যামেরার ভিভো এক্স২৭ 2

ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, এতে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।

    আরো পড়ুনঃ ভিভোর গেইমিং ফোন আইকিউওও

ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র‍্যাম ব্যবহার করা হবে। ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজে ফোনটি বাজারে আসবে।

পপআপ সেলফি ক্যামেরার ভিভো এক্স২৭ 3

ফোনটির পেছনে রয়েছে ৪৮, ১৩ ও ৫ মেগাপিক্সেলের থ্রিপল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

    আরো পড়ুনঃ ৩২ মে.পি. পপআপ ক্যামেরায় ভিভো ভি১৫ প্রো

ফোনটিতে ৩ হাজার ৯২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ‍্যান্ড্রয়েড ৯.০ পাই।

ফোনটি কবে উন্মোচন করা হবে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই আসবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।