মিড বাজেটে বাজার কাঁপাবে মিইজু নোট ৯
অনেকটা নিরবেই উন্মোচিত হলো মিইজুর নতুন স্মার্টফোন নোট ৯। মিড বাজেটের বাজারকে মূল টার্গেট করেই ফোনটি আসছে। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা, স্ন্যাপড্রাগণ ৬৭৫ চিপসেটসহ আরো আকর্ষণীয় ফিচার।
তো চলুন জেনে নেওয়া যাক মিইজু নোট ৯ এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২২৪৪ পিক্সেল এবং রেশিও ১৮.৭ঃ৯। স্ক্রীন থেকে বডির রেশিও ৮৪.৭%। এতে ওয়াটার ড্রপ নচ রয়েছে। ডিসপ্লের সুরক্ষার ব্যাপারে কোনো কিছু উল্লেখ নেই।
চিপসেটঃ
এতে স্ন্যাপড্রাগণ ৬৭৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ অ্যাড্রিনো ৬১২।
র্যাম ও স্টোরেজঃ
ডিভাইসটি ৪ ও ৬ জিবি র্যামের পাওয়া যাবে। এর ইন্টারনাল স্টোরেজ ৬৪ ও ১২৮ জিবি। তবে দুঃখজনক হলেও সত্য এতে নেই কোনো মাইক্রো এসডি কার্ড স্লট।
ক্যামেরাঃ
মিইজু নোট ৯ এর পেছনে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। মূল ক্যামেরাটি ৪৮ (অ্যাপার্চার এফ/১.৭) মেগাপিক্সেলের স্যামসাং জিএম১ সেন্সরের আর অন্যটি ২০ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ক্যামেরার ঠিক নিচেই রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
এতে ২০ (অ্যাপার্চার এফ/২.০) মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি ও ওএসঃ
ডিভাইসটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১৮ ওয়াট ক্ষমতার ফাস্ট ব্যাটারি চার্জিং প্রযুক্তি। এতে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯.০ পাই এবং মিইজুর নিজস্ব ফ্লাইমি ৭.২ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
গেমস খেলতে যারা পছন্দ করে তাদের দিক লক্ষ্য রেখে ফোনটিতে হাইপার গেইমিং এবং গেইম মোড ৩.০ ব্যবহার করা হয়েছে।
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এতে রয়েছে হেডফোন জ্যাক কিন্তু রেডিও প্রেমিদের জন্য নেই রেডিও। এছাড়া বিভিন্ন সেন্সর রয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি কালো, নীল এবং সাদা রঙে বাজারে পাওয়া যাবে।
মিইজু নোট ৯ এর মূল্যঃ
- ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ- ১,৩৯৮ ইউয়ান (১৭ হাজার ৫৪০ টাকা)
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ- ১,৫৯৮ ইউয়ান (২০ হাজার ৫০ টাকা)
মিইজু নোট ৯ মার্চের ১১ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে। তবে দেশের বাজারে কবে থেকে পাওয়া যাবে তা জানা যায়নি।