পপআপ সেলফি ক্যামেরায় অপ্পো এফ১১ প্রো
ক্যামেরা ফোন খ্যাত অপ্পো উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন এফ১১ প্রো। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা, পপআপ ক্যামেরা, নাইট মোড রয়েছে।
অপ্পো এফ১১ প্রো এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
অপ্পো এফ১১ প্রো তে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও১৯.৫ঃ৯। স্ক্রিন টু বডি রেশিও ৮৪.৪%।
চিপসেটঃ
ফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি৭০ প্রসেসর। এর জিপিউ মালি-জি৭২ এমপি৩।
র্যাম ও স্টোরেজঃ
এতে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এতে থাকছে না কোনো মেমরি কার্ড স্লট।
ক্যামেরাঃ
অপ্পো নিজেদের স্মার্টফোনকে ক্যামেরা ফোন হিসেবে দাবি করে থাকে, তাহলে দেখায় যাক ক্যামেরাতে কোনো আকর্ষণীয় দিক আছে কিনা!
প্রথমেই বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এতে ১৬ (অ্যাপার্চার এফ/২.০) মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।
ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা। একটি হলো ৪৮ (অ্যাপার্চার এফ/১.৮) মেগাপিক্সেলের আর অন্যটি ৫ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। কম আলোতে ভালো ছবি তোলার জন্য এতে রয়েছে বিশেষ নাইট মোড। ৪কে ভিডিও রেকর্ড করা যাবে না।
ব্যাটারি ও ওএসঃ
ডিভাইসটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ফাস্ট ব্যাটারি চার্জিং ভিওওসি ৩.০।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯.০ পাই এবং অপ্পোর নিজস্ব কালারওএস ৬ রয়েছে।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এতে রয়েছে হেডফোন জ্যাক কিন্তু রেডিও নেই।
রঙ ও দামঃ
ফোনটি কালো ও সবুজ রঙে বাজারে পাওয়া যাবে।
ভারতের বাজারে অপ্পো এফ১১ প্রো এর মূল্য ধরা হয়েছে ২৪ হাজার ৯৯০ রুপি (প্রায় ৩০ হাজার টাকা)।
১৫ মার্চ থেকে এটি ভারতের বাজারে পাওয়া যাবে, তবে দেশের বাজারে কবে আসবে তা জানা যায়নি।