পোর্টলেস মিইজু জিরো আসছেনা!!
জানুয়ারির শেষের দিকে ফিজিক্যাল বাটন ছাড়া, চার্জিং পোর্টহীন পৃথিবীর সর্বপ্রথম স্মার্টফোন এর ঘোষনা দিয়ে প্রকাশ করেছিলো মিইজু, যেটা ছিলো একেবারে ভিন্ন ঘরানার একটি ফোনের ধারনা। তবে এখন মনে হচ্ছে পুরো ব্যাপারটাই গুবলেট হয়ে গেলো। কারন অনেকেই ধারনাটাকে আপন করে নিতে পারেনি।
ফলে এর ক্রাউডফান্ডিং এ বিপর্যয় নেমে এসেছে।
মিইজু জিরো ক্রাউডফান্ডিং ওয়েবসাইট ইন্ডিগোগো’তে প্রায় ১,০০,০০০/- ডলারের টার্গেট নিয়ে এভেইলেবল হয়েছিলো। অস্বাভাবিক ভাবে মাত্র ২৯ জন মানুষকে এর পক্ষে পাওয়া গেছে এবং মাঝপথেই এই ক্যাম্পেইনের সমাপ্তি ঘটেছে।
যদিও মিইজুর ফাউন্ডার ও চেয়ারম্যান জ্যাক ওং ক্রাউডফান্ডেড ডিভাইসের ব্যার্থতা সম্বন্ধে বলেন, জিরো রিলিজ দেবার কোন প্ল্যানই ছিলো না, সাধারন মানুষের জন্য এবং এটা শুধুই রিসার্চ এর উদ্দেশ্যে ছিলো।
তাছাড়াও, ইন্ডিগোগোতে ক্রাউডফান্ডিং টাও একটা মার্কেটিং ষ্টান্ট বলে ব্যক্ত করেছেন তিনি।
এখন মিইজু জিরো’র ব্যার্থতা এখন ফিজিক্যাল বাটন, চার্জিং পোর্টহীন ভিভো এপেক্স এর অস্থিত্বকে চ্যালেঞ্জ করছে, যা নিজেও পোর্টলেস স্মার্টফোন ছিলো।
সময়ই সব কিছুর জবাব দিবে। মতামতের ঘরে জানাতে পারেন আপনার বক্তব্য।
তথ্যসূত্রঃ ফজবাইট