মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

অপ্পো ফাইন্ড জেড আসছে এপ্রিলে!

অপ্পোর ১০ গুণ লসলেস জুম সমৃদ্ধ ক্যামেরার ফোন ফাইন্ড জেড অফিসিয়ালি এপ্রিলে আসছে। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগণ ৮৫৫, ১০এক্স লসলেস জুম প্রযুক্তি এবং ৪,০৬৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

অপ্পোর ভাইস প্রেসিডেন্ট, চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একটি পোস্টের মাধ্যেমে নতুন এই ফ্ল্যাগশিপ ফোনের কথা জানান এবং ছবিতে উল্লেখ করা হয়েছে এপ্রিলে আসছে।

অপ্পো ফাইন্ড জেড আসছে এপ্রিলে! 2

এর আগে বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অপ্পো ফোনটির প্রদর্শন করে। মূলত এতে ক্যামেরা প্রদর্শন করা হয়েছিলো। ফোনটিতে ব্যবহার করা ক্যামেরাটি দিয়ে ১০ গুণ বেশি জুম করে কোনো ডিটেইলস না হারিয়েই ছবি তোলা যাবে।

ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে ফাঁস হওয়া কিছু তথ্যতে উল্লেখ করা হয়েছে, এতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৪ হাজার ৬৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

অপ্পো ফাইন্ড জেড কে নিয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

তথ্যঃ গিজমো চায়না

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।