শাওমি ব্ল্যাক শার্ক ২ আসছে ১৮ মার্চ!
১৮ মার্চ উন্মোচিত হতে যাওয়া শাওমির গেমিং স্মার্টফোন ব্ল্যাক শার্ক ২ এর আনটুটু বেঞ্জমার্ক রিপোর্ট এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এতে দেখা যায়, ফোনটিতে ৮ জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগণ ৮৫৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
আনটুটুর ডাটাবেইসে ফোনটির নাম উল্লেখ করা হয়েছে ব্ল্যাকশার্ক স্কাইওয়াকার নামে। বেঞ্জমার্ক পরীক্ষায় ফোনটির স্কোর ৩,৫৯,৯৭৩ পয়েন্ট। এটির স্কোর মি ৯ এর থেকে কম, এর স্কোর ৩,৭০,০০০ পয়েন্ট।
ফাঁস হওয়া তথ্যতে ফোনটির ডিসপ্লের সাইজ কত হবে তা উল্লেখ করা হয়নি। তবে ডিসপ্লের রেজুলেশন ১০৮০*২৩৪০ ফুল এইচডি প্লাস এবং রেশিও ১৯.৫ঃ৯। এর জিপিউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৬৪০।
ফোনটি ৮/১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে।
ফোনটি ১৮ মার্চ চীনে উন্মোচিত হবে, তখনই জানা যাবে ফোনটির পুরো কনফিগারেশন। সেই পর্যন্ত অপেক্ষা করুণ এবং টেকমাস্টার ব্লগের সাথেই থাকুন।
তথ্যঃ জিএসএমএরিনা