অপ্পো এ৫এস ‘র স্পেসিফিকেশন ফাঁস
মিড বাজেটের ফোন অপ্পো এ৫এস এর রেন্ডার ছবি এবং স্পেসিফিকেশন ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়েছে। ফোনটি প্রায়ই অপ্পো এ৩এস এর মতো।
অপ্পো এ৫এস ফোনটিতে থাকছে ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। যার রেজুলেশন ১৫২০*৭২০ পিক্সেল। রেন্ডার ছবিতে এতে ওয়াটার ড্রপ নচ দেখা গেছে।
ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ১৩ (অ্যাপার্চার এফ/২.২) ও ২ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৮ (অ্যাপার্চার এফ/২) মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিতে মিডিয়াটেকের হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ২,৩ এবং ৪ জিবি র্যাম এবং ৩২/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টে পাওয়া যাবে।
ডিভাইসটিতে ৪ হাজার ২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও এবং কালার ওএস ৫.২। ফোনটির পাওয়ার বাটন থাকবে ডানে আর বামে ভলিউম বাটন।
ফোনটি লাল, কালো, গোল্ডেন এবং সবুজ রঙে বাজারে আসবে। তবে ফোনটির দাম এবং কবে উন্মোচিত হবে তা জানা যায়নি।
তথ্যঃ মাই স্মার্ট প্রাইজ