মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

১০এক্স জুম প্রযুক্তির ক্যামেরায় অপ্পো রেনো

ইন্টারনেট দুনিয়াতে অপ্পো রেনো সিরিজের প্রথম ফোনের ফিচার ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, এতে স্ন্যাপড্রাগণ ৭১০ চিপসেট, ডুয়েল ক্যামেরা এবং ১০এক্স অপটিকাল জুম ব্যবহার করা হয়েছে।

ফাঁস হওয়া ছবি থেকে দেখা যায় ফোনটির কোড নাম দেওয়া হয়েছে সিপিএইচ১৯১৭।

১০এক্স জুম প্রযুক্তির ক্যামেরায় অপ্পো রেনো 2

ডিভাইসটিতে থাকবে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ফোনটির পেছনে রয়েছে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

১০এক্স জুম প্রযুক্তির ক্যামেরায় অপ্পো রেনো 3

ফোনটির ক্যামেরাতে থাকবে ১০গুণ অপটিক্যাল জুম প্রযুক্তি। এর ফলে ছবির ডিটেইলস নষ্ট না হয়ে সুন্দর ছবি তোলা যাবে। এতে স্ন্যাপড্রাগণ ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজ কত হবে তা জানা যায়নি।

ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ‍্যান্ড্রয়েড ৯.০ পাই ও অপ্পোর নিজস্ব কালারওএস ৬.০।

এই ফোনটি দিয়ে নতুন লোগোতে যাচ্ছে অপ্পো। তবে বর্তমানে শুধুমাত্র চীনে অপ্পোর ওয়েবসাইটে নতুন লোগো দেখা যাচ্ছে। পরে হয়তো তা সকল দেশেই দেখা জেতে পারে।

অপ্পো রেনো সিরিজের প্রথম স্মার্টফোন আগামী ১০ এপ্রিল উন্মোচন করা হবে।

 

ছবি ও তথ্যঃ মাই স্মার্ট প্রাইজ ও জিএসএমএরিনা 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।