সর্বশেষ টেক নিউজ

শাওমির অলওয়েজ অন ডিসপ্লে মুডে আসছে নতুন ফিচার!

শাওমির অ্যামোলেড ডিসপ্লের ফোনগুলোর জন্য অলওয়েজ অন ডিসপ্লে ফিচার রয়েছে। এটি দিয়ে ফোন লক অবস্থায় নোটিফিকেশন, তারিখ ও সময় দেখতে পারতো ব্যবহারকারীরা।

তবে তাতে ব্যাটারি কত শতাংশ রয়েছে তা দেখা যেতো না। এর ফলে এমআইইউআই ফ্যানদের মাঝে একটু আক্ষেপ ছিলো কিন্তু তা দীর্ঘ করলো না শাওমি।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে শাওমি জানিয়েছে, খুব শীঘ্রই অ্যামোলেড ডিসপ্লে ফোনগুলোর অলওয়েজ অন ডিসপ্লে ফিচারে ব্যাটারি পারসেন্ট দেখানো হবে।

উইবোতে প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, অলওয়েজ অন ডিসপ্লেতে সময় ও তারিখ পাশাপাশি রয়েছে। আর নিচে রয়েছে আইকনসহ ব্যাটারি কত শতাংশ রয়েছে তা।

শাওমির যে সব ফোনে অ্যামোলেড ডিসপ্লে রয়েছেঃ

মি ৮, মি ৮ প্রো, মি ৮ এসই, মি ৯, মি ৯ এসই এবং মি মিক্স ৩।

উপরে উল্লেখিত সকল ফোনের পরবর্তী আপডেটেই আসবে নতুন এই ফিচারটি।

তথ্যঃ গিজমো চায়না 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।