থ্রিপল ক্যামেরায় অনার ১০আই!
হুয়াওয়ে উন্মোচনে করতে যাচ্ছে অনার ব্র্যান্ডের নতুন স্মার্টফোন অনার ১০আই। ফোনটিতে থ্রিপল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা গেছে।
ফাঁস হওয়া ছবি থেকে দেখা যায়, ফোনটি দেখতে প্রায় অনার ১০ লাইটের মতো। তবে দেখতে এক হলেও এর নাম অনার ১০আই।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ফোনটিতে ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হবে। এতে থাকবে কিরিন ৭১০ প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হবে।
ফোনটির পেছনে রয়েছে থ্রিপল ক্যামেরা সেটআপ। ক্যামেরা তিনটি হলো ২৪, ৮ ও ২ মেগাপিক্সেলের। এতে সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
ডিভাইসটির ব্যাটারি সম্পর্কে জানা যায়নি, তবে এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে। এছাড়া এতে এনএফসি সমর্থন করবে।
অনার ১০আই এর মূল্য কত হবে, এটি কবে উন্মোচন করা হবে সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই হয়তো জানা যাবে।
তথ্যঃ জিএসএমএরিনা