গুগল অ্যাল বন্ধ!
গুগল অ্যাল এর বিদায় ঘন্টা বেজে গেছে। ডিসেম্বরে গুগল বলেছিল যে তাদের ম্যাসেজিং সার্ভিস বন্ধ হতে পারে মার্চে।
অ্যাল’র ওয়েবসাইট বলছে মার্চ এর ১২ তারিখই শেষ দিন হবে। চাইলে অ্যাল’র চ্যাট ব্যাকআপ নিতে পারেন(সময় থাকা সাপেক্ষে)।
দুঃখজনকভাবে অ্যালো আরো একটি গুগলের ফেইল্ড প্রোজেক্ট হিসেবে পরিগনিত হলো।
যদিও এর কিছু ফিচার অ্যান্ড্রয়েড এর ম্যাসেজিং অ্যাপ এ যুক্ত হতে পারে। এর মাঝে স্মার্ট রিপ্লাই ও ডেস্কটপ সাপোর্ট উল্লেখযোগ্য।
কিন্তু গ্রুপ ম্যাসেজিং এর ফিচার পেতে হ্যান্ডসেট ক্যারীয়ারকে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) সাপোরর্ট করতে হবে, যা আসতে মেলা সময় লাগবে।