শাওমিকে টেক্কা দিতে আসছে ভিভো এস১!
কিছুদিন আগেই আমরা জেনেছি ভিভো নতুন একটি সিরিজ নিয়ে আসতে যাচ্ছে। নতুন সিরিজটির ১ম ফোন ভিভো এস১। ফোনটি নিয়ে অনেক তথ্য ও রেন্ডার ছবি ফাঁস হয়েছে। এটি মূলত বাজারে আসছে শাওমি ও রিয়েলমিকে টেক্কা দিতে।
৯১ মোবাইলসের দেওয়া তথ্য মতে ভারতের বাজারে ফোনটির মূল্য ১০ (১২ হাজার টাকা) হাজার থেকে ১৫ (১৮ হাজার টাকা) হাজার রুপির মধ্যে হতে পারে।
ভিভো এস১ থাকবে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এতে হেলিও পি৭০ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটিতে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হবে। স্টোরেজ বাড়ানোর জন্য আলাদা মেমরি কার্ড স্লট রয়েছে। এতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে।
ফোনটি নিয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
তথ্যঃ ৯১ মোবাইলস