মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

১৯ মার্চ আসছে ভিভো এক্স২৭

ভিভোর নতুন স্মার্টফোন ভিভো এক্স২৭ মার্চের ১৯ তারিখে উন্মোচন হতে যাচ্ছে। ফোনটির স্পেসিফিকেশন এবং রেন্ডার ছবি ইতিমধ্যে ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়েছে। এখন ভিভো নিজেই পোস্টারের মাধ্যমে তা নিশ্চিত করেছে।

ভিভোর পোস্টার থেকে জানা যায়, ফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ৪ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে।

১৯ মার্চ আসছে ভিভো এক্স২৭ 2

ফোনটি দিয়ে কম আলোতে ভালো ছবি তোলার জন্য রয়েছে নাইট মোড। ফলে কম আলোতে অনেক ভালো ছবি তোলা যাবে।

এর আগে প্রকাশিত রেন্ডার ছবিতে ফোনটির ডিজাইন দেখা গিয়েছিলো, এটি দেখতে প্রায় ভিভো ভি১৫ প্রো এর মতো। ফোনটিতে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।

১৯ মার্চ আসছে ভিভো এক্স২৭ 3

ভিভো এক্স২৭ এর পেছনে রয়েছে ৪৮, ১৩ ও ৫ মেগাপিক্সেলের থ্রিপল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরা।

ভিভো এক্স২৭ বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হলো স্ন্যাপড্রাগণ ৭১০ আর অন্যটি স্ন্যাপড্রাগণ ৬৭৫ প্রসেসর।

তথ্যঃ জিএসএমএরিনা 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।