আসছে পোকো এফ১ লাইট
গত বছর উন্মোচিত হয়েছিলো পোকো এফ১, কম দামে ফ্ল্যাগশিপ চিপসেট প্রদান করে টেকপ্রেমিদের বিশেষ নজর কেড়ে নিয়েছিলো। এইবার আসতে যাচ্ছে ফোনটির লাইট সংস্করণ, এর নাম হবে পোকো এফ১ লাইট।
সম্প্রতি পোকো এফ১ লাইট নিয়ে অনেক তথ্য ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়েছে। তা থেকেই জানা গেছে, ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ৪ জিবি র্যাম, তবে ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে জানা যায়নি।
ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৯.০ পাই। ব্যাটারি কত মিলিঅ্যাম্পিয়ারের হবে তা জানা যায়নি, তবে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে।
ফোনটির ব্যাপারে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তথ্যঃ জিএসএমএরিনা