টেক গুজবমোবাইল-ম্যানিয়া

স্যামসাং গ্যালাক্সি এ২ কোর রেন্ডার ছবি ফাঁস

স্যামসাং উন্মোচন করতে যাচ্ছে অ্যান্ড্রয়েড গো প্লাটফর্মের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ২ কোর। ফোনটির রেন্ডার ছবি এবং স্পেসিফিকেশন ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ফোনটি বেশ বড় আকৃতির বেজেল রয়েছে। দেখতে প্রায়ই পুরাতন ফোনের ডিজাইনের মতো। এর পেছনে রয়েছে একটি ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। ক্যামেরার নিচেই রয়েছে স্পিকার।

ফোনটিতে ১ জিবি র‍্যাম ব্যবহার করা হবে। এর প্রসেসর হিসেবে থাকছে এক্সিনোস ৭৮৭০। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও গো এডিশন।

আরো পড়ুনঃ স্বল্প মূল্যে শাওমি রেডমি গো

ফোনটির নিচে রয়েছে হেডফোন জ্যাক এবং চার্জিং পোর্ট। ফোনটি বাজারে আসবে নীল এবং কালো রঙে।

স্যামসাং গ্যালাক্সি এ২ কোর এর মূল্য এবং কবে উন্মোচিত হবে তা জানা যায়নি।

তথ্যঃ গিজমো চায়না 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

3 thoughts on “স্যামসাং গ্যালাক্সি এ২ কোর রেন্ডার ছবি ফাঁস

  • Jahid

    ধন্যবাদ আপনাকে।

    Reply
  • আপনার লেখা সবসময় আপডেট হয় আর এটাই আমার সবচেয়ে বেশি ভাল লাগে। চালিয়ে যাবেন আর শুভকামনা রইল।

    Reply
    • ইরফান

      অনেক ধন্যবাদ❤️️

      Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।