১০ এপ্রিল আসছে স্যামসাং এ সিরিজ
১০ এপ্রিল উন্মোচিত হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৯০, এ২০ এবং এ৪০। স্যামসাং অফিশিয়ালি এই খবরটি জানিয়েছে, তবে কোন কোনো ডিভাইস আসবে তা বলা হয়নি।
স্যামসাং ডিভাইসগুলো নিয়ে না জানালেও ফাঁস হওয়া বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, ১০ এপ্রিল স্যামসাং গ্যালাক্সি এ৯০, এ২০ এবং এ৪০ উন্মোচন করা হবে।
স্যামসাং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি থেকেও তার সত্যতা পাওয়া যায়।
Enter the era of live. April 10, 2019 – Live on https://t.co/kDIR3TcbZ5 #SamsungEvent pic.twitter.com/EqN8wF04Wd
— Samsung Mobile (@SamsungMobile) March 18, 2019
স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলোর মধ্যে সব থেকে উন্নত সংস্করণ হলো এ৯০। ফোনটির অনেক তথ্য ইতিমধ্যেই ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়েছে। এতে থাকছে পপআপ সেলফি ক্যামেরা, ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর।
১০ এপ্রিলের উন্মোচন ইভেন্টটি ব্যাংকক, সাও পাওলো এবং মিলানে হবে।
ফোনগুলো নিয়ে বিস্তারিত সকল তথ্যের জন্য অপেক্ষা করতে হবে ১০ এপ্রিল পর্যন্ত। টেকমাস্টার ব্লগের পাতায় চোখ রাখুন।