টেক গুজবমোবাইল-ম্যানিয়া

হুয়াওয়ে এনজয় ৯এস ‘র তথ্য ও ছবি ফাঁস!

প্রায় ২ সপ্তাহ আগে হুয়াওয়ে এনজয় ৯এস নিয়ে আসার ঘোষণা দিয়েছে, ২৫ মার্চ উন্মোচিত হবে। উন্মোচনের আগেই ফাঁস হয়েছে ফোনটির ছবি এবং স্পেসিফিকেশন। ফোনটিতে থাকছে থ্রিপল রিয়ার ক্যামেরা, কিরিন ৭১০ চিপসেট।

হুয়াওয়ে এনজয় ৯এস ফোনে থাকছে ৬.২১ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনটিতে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মেমরি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির পেছনে রয়েছে ২৪, ১৬ (ওয়াইড এঙ্গেল) ও ২ (ডেপথ সেন্সর) মেগাপিক্সেলের এআই ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটিতে ৩,৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে এতে মাইক্রো ইউএসবি না ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হবে তা জানা যায়নি। তবে ফোনটিতে হেডফোন জ্যাক থাকছে।

এটি বাজারে আসবে ৪টি গ্র্যাডিয়েন্ট রঙে আসবে। ফোনটি আগামী ২৫ মার্চ চীনে একটি ইভেন্টে উন্মোচন করা হবে। এরপরের দিন ২৬ মার্চ আসছে হুয়াওয়ে পি৩০ সিরিজ

তথ্যঃ মাই স্মার্ট প্রাইজ 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।