সর্বশেষ টেক নিউজ

২ এপ্রিল বন্ধ হচ্ছে গুগল ইনবক্স

সার্চ জায়ান্ট গুগল একের পর এক অ্যাপ বন্ধ করছে। সেই ধারাবাহিকতায় বন্ধ হতে যাচ্ছে ইনবক্স অ্যাপ। মূলত এই অ্যাপটি জিমেইল ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছিলো।

ইনবক্স অ্যাপটি বন্ধের বিষয়ে গুগল জানিয়েছে, অ্যাপটি ২ এপ্রিল বন্ধ হয়ে যাবে। বন্ধের পেছনে কারণ হলো অ্যাপটিতে ব্যবহার করা সকল ফিচার জিমেইলে যুক্ত করা হয়েছে, ফলে অ্যাপটি না থাকলেও ব্যবহারকারীদের কোনো সমস্যা হবে না। তাই বন্ধ করে দেওয়া হবে।

ইনবক্স অ্যাপটি ২০১৪ সালের ২২ অক্টোবর উন্মোচন করা হয়েছিলো। এই অ্যাপের মাধ্যমে ম্যাসেজ থ্রেডিং, প্রয়োজনীয় ইমেইল আলাদা করা, সব ইমেইল এক ইনবক্সে দেখা, বান্ডেল তৈরী, টু-ডু লিস্টে এন্ট্রি করার মতো ফিচার এতে ছিলো।

এই সকল ফিচার বর্তমানে জিমেইল অ্যাপে রয়েছে। তাই বন্ধ হয়ে যাবে ইনবক্স অ্যাপ।

এছাড়া গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল+ ২ এপ্রিল বন্ধ হয়ে যাবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

2 thoughts on “২ এপ্রিল বন্ধ হচ্ছে গুগল ইনবক্স

  • Akash

    গুগল ইনবক্স অ্যাপ? :/

    Reply
    • লাকি এফএম

      টেকনিক্যালি ইয়েস এন্ড নো
      যখন ওয়েব ব্রাউজারে ইউজ করবেন তখন ওয়েব ওয়্যার
      যখন প্লেষ্টোর থেকে নামিয়ে ইউজ করবেন তখন অ্যাপ।
      ব্যাসিকালি ফাংশানিলিটি এই ইনবক্স

      Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।