ওয়ানপ্লাস ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট!
অবশেষে ওয়ানপ্লাস ৩ এবং ৩টি পেতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট। এই ফোন দুটি ২০১৬ সালে বাজারে উন্মোচিত হয়েছিলো। উন্মোচনের সময় ফোনগুলোর অপারেটিং সিস্টেম হিসেবে ছিলো অ্যান্ড্রয়েড মার্শম্যালো।
দীর্ঘ অপেক্ষার পর এই দুটি ফোনের ব্যবহারকারীরা পেতে চলছে অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট। ওয়ানপ্লাস ২০১৮ সালের শেষের দিকে জানিয়েছিলো, অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেটের কথা। তবে এরপর পার হয়ে যায় দীর্ঘ একটি সময়, অবশেষে এটি বাস্তবায়ন হতে চলছে।
এক্সডিএ ডেভেলোপারস জানিয়েছে, ইতিমধ্যে চীনে ওয়ানপ্লাস ৩ ও ৩টি এর হাইড্রোজেন ওএস সিস্টেমে অ্যান্ড্রয়েড ৯ পাই পরীক্ষা করা হয়েছে (চীনের বাইরে অক্সিজেন ওএস)।
চীনের বাইরে অক্সিজেন ওএস খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট যোগ হবে।
সূত্রঃ এক্সডিএ ডেভেলোপার