অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

শাওমি ক্যামেরায় গুগল লেন্স ফিচার

শাওমি ফোনের ক্যামেরা অ্যাপে যুক্ত হচ্ছে গুগল লেন্স ফিচার। আপাতত রেডমি নোট ৭, রেডমি ওয়াই২ এবং পোকো এফ১ ফোনের ক্যামেরা অ্যাপে এই ফিচার যুক্ত করা হয়েছে।

গুগল লেন্স দিয়ে কোনো জিনিসের দিকে ক্যামেরা ধরলে গুগল সার্চের মাধ্যমে সেই জিনিসের সকল তথ্য ব্যবহারকারীর ফোনের স্ক্রিনে উপস্থাপিত হয়। এর ফলে খুব সহজে ব্যবহারকারীরা তথ্য পেতে পারে।

যেভাবে শাওমি ফোনে গুগল লেন্স ব্যবহার করবেনঃ

  • এমআইইউআই ক্যামেরা অ্যাপটি চালু করুণ।
  • এরপর উপরে ডানদিকে থাকা থ্রি লাইনে ক্লিক করুণ।
  • তারপর গুগল লেন্স সিলেক্ট করুণ।

শাওমি ক্যামেরায় গুগল লেন্স ফিচার 2

  • কোনো জিনিসের তথ্য জানার জন্য সেই জিনিসের দিকে ক্যামেরা তাক করুণ।

শাওমি ক্যামেরায় গুগল লেন্স ফিচার 3

  • গুগল সার্চের মাধ্যমে ঐ জিনিসের তথ্য পেয়ে যাবেন। এটি গুগল এআই দ্বারা পরিচালিত হয়।

শাওমি ক্যামেরায় গুগল লেন্স ফিচার 4

গুগল লেন্স সিলেক্ট করা অবস্থায় যে জিনিসের উপর ক্যামেরা তাক করবেন তাই স্ক্যান করতে শুরু করবে। শাওমির ক্যামেরায় ডিফল্টভাবে গুগল লেন্স যুক্ত করার আগে আলাদা অ্যাপ প্লেস্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যেত। এইবার তা ক্যামেরা অ্যাপেই ডিফল্টভাবে যুক্ত হয়েছে।

গুগল লেন্স ফিচারটি আপাতত রেডমি নোট ৭, রেডমি ওয়াই২ এবং পোকো এফ১ এর বেটা রমে যুক্ত করা হয়েছে। 

তথ্যঃ অ্যান্ড্রয়েড পুলিশ, মি কমিউনিটি

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।