মটোরোলা ওয়ান ভিশন’র ছবি ও তথ্য ফাঁস
মটোরোলোর পরবর্তী নতুন স্মার্টফোন মটোরোলা ওয়ান ভিশন ফোনের রেন্ডার ছবি ও তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ছবি থেকে জানা গেছে, ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে, ৩,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হবে। এর রেজুলেশন ২৫২০*১০৮০ পিক্সেল এবং রেশিও ২১ঃ৯। এতে পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
ফোনটির পেছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা আর অন্যটি সম্পর্কে জানা যায়নি। সেলফি ক্যামেরা সম্পর্কেও জানা যায়নি। পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে।
মটোরোলা ওয়ান ভিশন ফোনটিতে স্যামসাং এর এক্সিনোস ৯৬১০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই প্রসেসরটির সক্ষমতা স্ন্যাপড্রাগণ ৬৬০ এর মতো।
এতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ৬৪/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হবে।
ফোনটিতে ৩ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই।
এটি বাজারে আসবে নীল ও গোল্ড রঙে। এর মূল্য হতে পারে ৩৯৯.৯৯ ডলার (৩৩,৫০০ টাকা)। ফোনটি কবে আসবে তা জানা যায়নি।
সূত্রঃ টাইগার মোবাইল, জিএসএমএরিনা