মোবাইল-ম্যানিয়াটেক গুজব

স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ ‘র ছবি ও তথ্য ফাঁস

স্যামসাং ১০ই এপ্রিল একটি ইভেন্টের মাধ্যমে উন্মোচন করবে গ্যালাক্সি এ৬০, এ৭০ ও এ৯০। উন্মোচনের আগেই ফোনগুলো নিয়ে ইতিমধ্যে অনেক তথ্য ও ছবি ফাঁস হয়েছে। সম্প্রতি ফাঁস হয়েছে গ্যালাক্সি এ৬০ ও এ৭০ এর ছবি ও স্পেসিফিকেশন।

চীনের সরকারি এজেন্সি টেন্নার মাধ্যমে ফাঁস হয়েছে ফোনগুলোর বিভিন্ন তথ্য ও ছবি। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ এর পেছনে রয়েছে থ্রিপল ক্যামেরা। এ৬০ এর পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এ৭০ এর ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনগুলোতে গ্র্যাডিয়েন্ট রঙ ব্যবহার করা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ 'র ছবি ও তথ্য ফাঁস 2
ছবিঃ স্যামসাং গ্যালাক্সি এ৭০

স্যামসাং গ্যালাক্সি এ৬০ তে ৬.৩ ইঞ্চি ইনফিনিটি-ও ডিসপ্লে এবং এ৭০ তে ৬.৭ ইঞ্চি ইনফিনিটি-উ ডিসপ্লে। গ্যালাক্সি ৭০ তে ৪,৪০০ মিলিঅ্যাম্পিয়ার এবং এ৬০ তে ৩,৪১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ 'র ছবি ও তথ্য ফাঁস 3
ছবিঃ স্যামসাং গ্যালাক্সি এ৬০

স্যামসাং গ্যালাক্সি এ৬০ এর ছবিগুলো দেখে নিনঃ 

স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ 'র ছবি ও তথ্য ফাঁস 4 স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ 'র ছবি ও তথ্য ফাঁস 5 স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ 'র ছবি ও তথ্য ফাঁস 6 স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ 'র ছবি ও তথ্য ফাঁস 7

স্যামসাং গ্যালাক্সি এ৭০ এর ছবিগুলো দেখে নিনঃ 

স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ 'র ছবি ও তথ্য ফাঁস 8 স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ 'র ছবি ও তথ্য ফাঁস 9 স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ 'র ছবি ও তথ্য ফাঁস 10 স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ 'র ছবি ও তথ্য ফাঁস 11

 

তথ্য ও ছবিঃ জিএসএমএরিনা ও টেন্না 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।