স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ ‘র ছবি ও তথ্য ফাঁস
স্যামসাং ১০ই এপ্রিল একটি ইভেন্টের মাধ্যমে উন্মোচন করবে গ্যালাক্সি এ৬০, এ৭০ ও এ৯০। উন্মোচনের আগেই ফোনগুলো নিয়ে ইতিমধ্যে অনেক তথ্য ও ছবি ফাঁস হয়েছে। সম্প্রতি ফাঁস হয়েছে গ্যালাক্সি এ৬০ ও এ৭০ এর ছবি ও স্পেসিফিকেশন।
চীনের সরকারি এজেন্সি টেন্নার মাধ্যমে ফাঁস হয়েছে ফোনগুলোর বিভিন্ন তথ্য ও ছবি। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ এর পেছনে রয়েছে থ্রিপল ক্যামেরা। এ৬০ এর পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এ৭০ এর ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনগুলোতে গ্র্যাডিয়েন্ট রঙ ব্যবহার করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ৬০ তে ৬.৩ ইঞ্চি ইনফিনিটি-ও ডিসপ্লে এবং এ৭০ তে ৬.৭ ইঞ্চি ইনফিনিটি-উ ডিসপ্লে। গ্যালাক্সি ৭০ তে ৪,৪০০ মিলিঅ্যাম্পিয়ার এবং এ৬০ তে ৩,৪১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ৬০ এর ছবিগুলো দেখে নিনঃ
স্যামসাং গ্যালাক্সি এ৭০ এর ছবিগুলো দেখে নিনঃ
তথ্য ও ছবিঃ জিএসএমএরিনা ও টেন্না