সিনেমাটিক স্ক্রিনে স্যামসাং গ্যালাক্সি এ৭০
স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের ফোনে প্রথমবারের মতো সিনেমাটিক স্ক্রিনে আসছে স্যামসাং গ্যালাক্সি এ৭০। ফোনটিতে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এর রেশিও ২০ঃ৯। এতে ইনফিনিটি-উ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এর মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
সেলফি ক্যামেরার মতো ফোনটির পেছনেও ৩২ (অ্যাপার্চার এফ/১.৭) মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আরো দুটি ক্যামেরা রয়েছে, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স আর অন্যটি ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা ব্যবহার করা হবে।
আরো পড়ুনঃ স্যামসাং গ্যালাক্সি এ৬০ ও এ৭০ ‘র ছবি ও তথ্য ফাঁস
ফোনটিতে থাকছে ৬/৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে আলাদা মেমরি কার্ড স্লট থাকছে।
এতে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে। এটি ২৫ ওয়াট ক্ষমতার ফাস্ট ব্যাটারি চার্জিং সুবিধা রয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং স্যামসান এর ওয়ান ইউআই।
আরো পড়ুনঃ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং স্যামসাং গ্যালাক্সি এ৯০!
স্যামসাং গ্যালাক্সি এ৭০ উন্মোচন করা হবে ১০ই এপ্রিল। ঐ দিনই জানা যাবে ফোনটি নিয়ে বিস্তারিত তথ্য এবং দাম।
তথ্যঃ জিএসএমএরিনা