দেশে উন্মোচিত রেডমি নোট ৭ ও রেডমি ৭
৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন রেডমি নোট ৭ অফিশিয়ালি দেশের বাজারে উন্মোচন করা হয়েছে। রেডমি নোট ৭ এর পাশাপাশি উন্মোচিত হয়েছে লো বাজেটের ফোন রেডমি ৭।
ইতিমধ্যেই শাওমি রেডমি নোট ৭ স্মার্টফোন প্রেমিদের মাঝে অনেক সাড়া ফেলেছে। দেশের বাজারে অফিশিয়ালি ফোনটি উন্মোচন করেছে শাওমি বাংলাদেশের প্রধান জিয়াউদ্দিন চৌধুরী।
দেশের বাজারে রেডমি নোট ৭ এর মূল্য ধরা হয়েছেঃ
- ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ- ১৭,৯৯৯ টাকা
- ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ- ১৯,৯৯৯ টাকা
- ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- ২১,৯৯৯ টাকা
ফোনটি নিয়ে বিস্তারিত পড়তেঃ রেডমি নোট ৭: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায়
রেডমি ৭
দেশের বাজারে রেডমি ৭ ফোনটির মূল্য ধরা হয়েছেঃ
- ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ- ১১,৯৯৯ টাকা
- ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ- ১৩,৯৯৯ টাকা
ফোনটি নিয়ে বিস্তারিত পড়তেঃ লো বাজেটের বাজারে রেডমি ৭
৪ এপ্রিল থেকে রেডমি নোট ৭ ও রেডমি ৭ দারাজে পাওয়া যাবে। দারাজে রয়েছে বিশেষ বৈশাখী অফার। দারাকে ফোন দুটি মূল্য ধরা হয়েছে।
রেডমি নোট ৭ এর মূল্যঃ
- ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ-
১৭,৯৯৯ টাকা১৫,৩৮৯ টাকা - ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ-
১৯,৯৯৯ টাকা১৬,৩৭৯ টাকা - ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ-
২১,৯৯৯ টাকা১৭,৯৯৯ টাকা
রেডমি ৭ ফোনটির মূল্যঃ
- ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ-
১১,৯৯৯ টাকা৯,৯৮৯ টাকা - ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ-
১৩,৯৯৯ টাকা১১,৭৮৯ টাকা