গুগল ক্রোমে ডার্ক মোড!
গুগল ক্রোমের উইন্ডোজ ভার্সনে যুক্ত হতে যাচ্ছে ডার্ক মোড। ইতিমধ্যে গুগল ক্রোম ৭৪ বেটা ভার্সন উন্মোচন করা হয়েছে।
উইন্ডোজ ব্যবহারকারীরা গুগল ক্রোমের পরবর্তী আপডেটে ডিফল্টভাবেই পেয়ে যাবে ডার্ক মোড সুবিধা। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্রাউজিং করতে পারবে ডার্ক মোডে। কিন্তু আলাদা কোনো থিম ব্যবহার করলে ডার্ক মোড কাজ করবে না।
এছাড়া গুগল ক্রোমে আসছে আরো কিছু পরিবর্তন। ব্রাউজিং গতি আরো বেড়ে যাবে।
এর আগে গুগল ক্রোম ম্যাকওএস ভার্সনে ডার্ক মোড নিয়ে এসেছে। বর্তমানে গুগল ক্রোম ৭৩ ভার্সনের ম্যাকওএস ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারছেন।
উইন্ডোজ ব্যবহারকারীরা গুগল ক্রোম ৭৪ বেটা ভার্সন ডাউনলোড করেও ডার্ক মোডের স্বাদ এখনি নিতে পারবেন।
২৩ এপ্রিল সকলের জন্য উন্মোচন করা হবে।