মিড বাজেটে হুয়াওয়ের নতুন ফোন তথ্য ফাঁস
হুয়াওয়ের নতুন দুটি স্মার্টফোনের তথ্য প্রকাশ করেছে টেন্না। ফোনগুলোর মডেল হলো ডিউবি-এল০০এ এবং ডিউবি-টিল০০এ। দুটি ফোনের স্পেসিফিকেশন এবং দেখতে প্রায়ই একই। ফোনগুলো মিড বাজেটের বাজারকে টার্গেট করেই নিয়ে আসা হবে।
হুয়াওয়ে ডিউবি-এল০০এ এবং ডিউবি-টিল০০এ ফোনে ৬.২৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এর রেজুলেশন ১৫২০*৭২০ পিক্সেল। এতে রয়েছে একটি নচ, নচের মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
এতে ১.৮ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।
ছবিঃ হুয়াওয়ে ডিউবি-এল০০এ
ফোনগুলোর পেছনে রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার ঠিক নিচেই রয়েছে এলইডি ফ্ল্যাশ এবং এআই ক্যামেরা লেখা। পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি।
ছবিঃ হুয়াওয়ে ডিউবি-টিল০০এ
এতে ৩ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে। এটি বাজারে আসবে লাল, কালো এবং নীল রঙে। ফোনটির নাম কি হবে তা এখনো জানা যায়নি।
তথ্যঃ গিজমো চায়না