সর্বশেষ টেক নিউজ

জিমেইলে যুক্ত শিডিউল ফিচার

গুগলের জনপ্রিয় সেবা জিমেইলে যুক্ত করা হয়েছে শিডিউল ফিচার। এর ফলে ড্রাফট করা ইমেইল নির্দিষ্ট সময়ে শিডিউল করে পাঠানো যাবে।

গত কয়েক সপ্তাহ ধরে গুগল নীরবে অনেক ফিচার বন্ধ করে দিচ্ছে আবার অনেক নতুন ফিচার যুক্ত করছে। তবে যুক্ত করা ফিচারেরর মধ্যে সব থেকে আকর্ষণীয় ফিচারটি হলো ইমেইল শিডিউল

যখন থেকে এই ফিচারটি আপনার কাছে পৌছাবে তখন সেন্ড বাটনে একটি অ্যারো যুক্ত হবে, এতেই থাকবে শিডিউল সেন্ড অপশন। এরপর আপনি তারিখ ও সময় দিয়ে রাখবেন। তা ওই সময়ে সেন্ড হয়ে যাবে। জিমেইল অ্যাপ দিয়েও একইভাবে সেন্ড করতে হবে।

জিমেইলে যুক্ত শিডিউল ফিচার 2

এছাড়া স্মার্ট কম্মোজ ফিচার সকলের জন্য নিয়ে এসেছে গুগল। এটি আগে ডেক্সটপ এবং গুগল পিক্সেল ৩ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারতো। এটি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বাক্য পূর্ণ করে এবং পরের বাক্যও সাজেস্ট করে থাকে। বর্তমানে এটিতে ইংরেজী, স্প্যানিশ, ফেঞ্চ, পর্তুফিজ এবং ইতালীয়ও ভাষাতে কাজ করবে।

তবে ফিচারগুলো কবে সকলের কাছে আসবে তা এখনো জানানো হয়নি।

তথ্যঃ ফোন এরিনা

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।