দেশে টেকনো ক্যামন আই৪
টেকনো দেশের বাজারে নিয়ে এসেছে আকর্ষণীয় ডিজাইনের ক্যামন আই৪। মূলত মিড বাজেটের বাজারকে টার্গেট করেই ফোনটি বাজারে এসেছে। তো চলুন জেনে নেওয়া যাক, টেকনো ক্যামন আই৪ এর পুরো স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.২ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডট নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৭২০*১৫২০ পিক্সেল এবং এর পিপিআই ২৭১। ডিসপ্লে সুরক্ষার কথা উল্লেখ করা হয়নি।
চিপসেটঃ
ফোনটির ৩ জিবি র্যামের সংস্করণে ২.০ গিগাহার্জের কোয়াডকোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর এবং ৪ জিবি র্যামের সংস্করণে ২.০ গিগাহার্জের অক্টাকোর হেলিও পি২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ পাওয়ারভিআর জিই৮৩২০।
র্যাম ও স্টোরেজঃ
- ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মেমরি কার্ড ব্যবহারের জন্য আলাদা স্লট রয়েছে।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে থ্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের আর অন্যটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটির ক্যামেরা দিয়ে লো লাইটেও অনেক ভালো ছবি তোলা যাবে। ক্যামেরা পারফর্মেন্স ভালো। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য এতে রয়েছে ১৬ (অ্যাপার্চার এফ/২.২) মেগাপিক্সেলের ক্যামেরা। সামনেও রয়েছে এলইডি ফ্ল্যাশ। সেলফি ক্যামেরা দিয়েও ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
ফোনটিতে ৩ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১০ ওয়াট ক্ষমতার ফাস্ট চার্জিং সুবিধা।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং টেকনোর নিজস্ব হাইওএস ৪.৬ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া টাইপ সি ব্যবহার করা হয়নি।
রঙ ও দামঃ
বাজারে ফোনটি মিডনাইট ব্ল্যাক এবং অ্যাকোয়া ব্লু রঙে পাওয়া যাচ্ছে।
টেকনো ক্যামন আই৪ ফোনটির মূল্য ধরা হয়েছেঃ
- ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১২,৯৯০ টাকা
- ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১৭,৯৯০ টাকা
ফোনটি ইতিমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে।