স্ন্যাপড্রাগণ ৮৫৫ চিপসেটে মিইজু ১৬এস
মিইজুর পরবর্তী নতুন স্মার্টফোন মিইজু ১৬এস এর তথ্য ফাঁস হয়েছে। ফোনটি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। এতে থাকছে স্ন্যাপড্রাগণ ৮৫৫ চিপসেট, ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ আরো আকর্ষণীয় ফিচার।
সম্প্রতী টেন্নাতে প্রকাশিত হয়েছে ফোনটি নিয়ে অনেক তথ্য। ফোনটির দুটি ছবিও টেন্নাতে প্রকাশিত হয়েছে। এর ফলে আগে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ফাঁস হওয়া খবর নিশ্চিত হওয়া গেলো।
ফোনটির সামনে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, এতে নেই কোনো নচ বা পপআপ সেলফি ক্যামেরা। ফোনটির একদম উপরে ডান দিকে রয়েছে সেলফি ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। ক্যামেরার নিচেই দেখা গেছে এফ সেন্সর।
আরো পড়ুনঃ চিকন বেজেলে মিইজু ১৬এস!
এতে ৬.২ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হবে। এর রেজুলেশন ২২৩২*১০৮০ পিক্সেল হতে পারে। ফোনটিতে ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এর আপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই।
ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮৬ ক্যামেরা ব্যবহার করা হবে। এর ব্যাটারি ৩ হাজার ৫৪০ মিলিঅ্যাম্পিয়ার।
সূত্রঃ জিএসএমএরিনা