মোবাইল-ম্যানিয়াটেক গুজব

রেডমি ফোনে স্ন্যাপড্রাগণ ৮৫৫!!!

শাওমি রেডমি সিরিজে আসতে যাচ্ছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এর নাম হতে পারে রেডমি প্রো ২। ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর এবং পপআপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে।

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে রেডমি প্রো ২ এর ছবি এবং কিছু তথ্য ফাঁস হয়েছে। এর আগে ফোনটির রেন্ডার ছবি প্রকাশিত হয়েছিলো।

রেডমি ফোনে স্ন্যাপড্রাগণ ৮৫৫!!! 2

তবে ফাঁস হওয়া ছবির ক্যাপসনে ফোনটির নাম উল্লেখ করা হয়নি। তবে তা শাওমির শাওমির ডিভাইস তা নিশ্চিত করা গেছে। ছবিতে দেখা যাচ্ছে, ফোনটিতে সেলফি তোলার জন্য পপআপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর পেছনের থাকছে থ্রিপল ক্যামেরা সেটআপ। এতে ফুল ভিউ ডিসপ্লে থাকবে।

আরো পড়ুনঃ দেশে উন্মোচিত রেডমি নোট ৭ ও রেডমি ৭

শাওমি থেকে স্বাধীন ব্র্যান্ডের তকমা পাওয়ার পর থেকে রেডমি একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। এর আগে রেডমি নোট ৭ এবং নোট ৭ প্রো বাজারে নিয়ে আসে। যা ক্রেতাদের মাঝে অনেক ভালো সাড়া ফেলেছে। আর এখন আসছে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসরের ফোন।

এখন দেখার বিষয় সামনে আরো কি কি তথ্য ফাঁস হয়। ফোনটি নিয়ে সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

তথ্যঃ গিজমো চায়না

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।