মোবাইল-ম্যানিয়াটেক গুজব

অপ্পো রেনো লাইট’র তথ্য ফাঁস!

অপ্পো বাজারে নিয়ে আসতে চলছে রেনো সিরিজের স্মার্টফোন। এতে থাকতে পারে মোট ৫টি ফোন। সম্প্রতি টেন্নাতে অপ্পো রেনো লাইট এর তথ্য প্রকাশিত হয়েছে।

অপ্পো রেনো লাইটে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হবে। এর রেশিও ১৯.৫ঃ৯। ডিসপ্লেতেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে থাকবে পপআপ সেলফি ক্যামেরা।

অপ্পো রেনো লাইট'র তথ্য ফাঁস! 2অপ্পো রেনো লাইট'র তথ্য ফাঁস! 3অপ্পো রেনো লাইট'র তথ্য ফাঁস! 4

ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৭১০ চিপসেট ব্যবহার করা হবে। এতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

এর পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা। একটি ১৬ মেগাপিক্সেলের আর অন্যটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ক্যামেরার ঠিক নিচেই রয়েছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরা।

এতে ৩ হাজার ৬৮০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে ফাস্ট চার্জিং সুবিধা। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং অপ্পোর কালারওএস ব্যবহার করা হয়েছে।

ফোনটি পারপেল, সাদা ও কালো গ্রেডিয়েন্ট রঙে বাজারে আসতে পারে। ১০ এপ্রিল অপ্পো রেনো সিরিজ উন্মোচিত হবে।

তথ্যঃ গিজ চায়না

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।