নতুন ডিজাইনে স্যামসাং গ্যালাক্সি এ৯০
স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের একের পর এক স্মার্টফোন নিয়ে আসছে। মূলত মিড বাজেটের বাজারকে টার্গেট রেখেই ডিভাইসগুলো বাজারে নিয়ে আসছে। গ্যালাক্সি এ৯০ তে থাকছে অন্য রকম আকর্ষণীয় ডিজাইন।
সম্প্রতি ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, ফোনটি রিয়ার ক্যামেরা ১৮০ ডিগ্রী ঘুরে সেলফি ক্যামেরার কাজ করবে। মানে পেছনের ক্যামেরাটি দিয়েই সেলফি তোলা যাবে। এতে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের টিওফ ক্যামেরা।
ফোনটিতে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এতে স্ন্যাপড্রাগণ ৭১৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৩ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে। দ্রুত গতিতে ফোন চার্জ দেওয়ার জন্য ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
আরো পড়ুনঃ বুধবার আসছে স্যামসাং গ্যালাক্সি এ৬০/এ৭০
ফোনটি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ১০ এপ্রিল সকল তথ্য পাওয়া যাবে। ১০ এপ্রিল স্যামসাং গ্যালাক্সি এ৯০ উন্মোচন করা হবে।