মোবাইল-ম্যানিয়া

উন্মোচিত হয়েছে অপ্পো রেনো

চীনে উন্মোচিত হয়েছে অপ্পো রেনো সিরিজের দুটি স্মার্টফোন। ফোন দুটি হলো অপ্পো রেনো অপ্পো রেনো ১০এক্স জুম। চলুন জেনে নেওয়া যাক, অপ্পো রেনো এর পুরো স্পেসিফিকেশন

ডিসপ্লেঃ

উন্মোচিত হয়েছে অপ্পো রেনো 2

ফোনটিতে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডির রেশিও ৮৬.৮%। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৬।

চিপসেটঃ

এতে ২.২ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ অ্যাড্রিনো ৬১৬।

র‍্যাম ও স্টোরেজঃ

  • ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ

ফোনটিতে মেমরি কার্ড স্লট দেওয়া হয়নি।

ক্যামেরাঃ

ডিভাইসটির পেছনে ডুয়েল ক্যামেরা রয়েছে। মূল ক্যামেরাটি ৪৮ (অ্যাপার্চার এফ/১.৭) মেগাপিক্সেলের, অন্যটি ৫ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। সাথে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এর ক্যামেরা দিয়ে ৪ কে ভিডিও রেকর্ড করা যাবে।

উন্মোচিত হয়েছে অপ্পো রেনো 3

সেলফি তোলার জন্য রয়েছে ১৬ (অ্যাপার্চার এফ/২.০) মেগাপিক্সেলের পপআপ ওয়াইড সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।

ব্যাটারি ও ওএসঃ

এতে ৩ হাজার ৭৬৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোন দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে অপ্পোর ভিওওসি (ভোক) ৩.০।

এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং অপ্পোর নিজস্ব কালারওএস ৬ ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুনঃ শক্তিশালি ক্যামেরায় অপ্পো রেনো ১০এক্স জুম

অন্যান্যঃ

ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটির ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে হেডফোন জ্যাক রয়েছে, তবে রেডিও নেই। ইউএসবি টাইপ-সি রয়েছে। ফোনটির ওজন ১৮৫ গ্রাম।

রঙ ও দামঃ

উন্মোচিত হয়েছে অপ্পো রেনো 4

ফোনটি বাজারে ফগ সী গ্রিন, এক্সট্রিম নাইট ব্ল্যাক, নেবুলা পারপেল এবং পিংক মিস্ট রঙে বাজারে পাওয়া যাবে।

অপ্পো রেনো এর মূল্য ধরা হয়েছেঃ

  • ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৪৫০ ডলার (৩৭ হাজার ৮০০ টাকা)
  • ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৪৯০ ডলার (৪১ হাজার ১৬০ টাকা)
  • ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৫৪০ ডলার (৪৩ হাজার ৩৬০ টাকা)

অপ্পো রেনো দেশের বাজারে কবে আসবে তা জানা যায়নি। দেশের বাজারে আসলে তা জানিয়ে দেওয়া হবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।