১২ দিন ইন্টারনেটে ধীরগতি থাকবে
দেশের প্রথম ইন্টারনেট সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড রিপিটার প্রতিস্থাপনের কাজের জন্য ১২ দিন ইন্টারনেটের ধীরগতি থাকবে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) জানিয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড রিপিটার প্রতিস্থাপনের কাজ চলবে। এই কাজের সময় ইন্টারনেটের গতি কম হবে।
বিএসসিসিএল আরো জানিয়েছে, ঐ সময়টাতে এসইএ-এমই-ডাব্লিউই-৫ সাবমেরিন ক্যাবল এবং আইটিসি অপারেটর সার্কিটগুলো চালু থাকবে। এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা খুব একটা অসুবিধায় পড়বে না।
এসইএ-এমই-ডাব্লিউই-৪ কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের ১ম ও ৩য় টার্মিনেট রিপিটার প্রতিস্থাপনের কাজ চলার সময় এর সার্কিটসমূহ বন্ধ থাকবে।
আগামী ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ইন্টারনেট গতি কম থাকবে। কাজ শেষ হওয়ার পর আবার গতি আগের অবস্থায় ফিরে আসবে।