অনার ২০’র তথ্য ফাঁস!
হুয়াওয়ে পি৩০ সিরিজের চমকের পর, এইবার আসছে হুয়াওয়ের সাবব্র্যান্ড অনার এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন অনার ২০।
মাস্টার লু বেঞ্চমার্ক রিপোর্টে ফোনটি দেখা গিয়েছে। এতে এর মডেল উল্লেখ করা হয়েছে ওয়াইএল-এল০০। ফোনটির বেঞ্চমার্ক স্কোর ৩,৩৮,৯২৪। এটি একটি হাই-এন্ড ক্যাটাগরির ফোন।
অনার ২০ এর কিছু তথ্য ইতিমধ্যে ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, ফোনটিতে কিরিন ৯৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে।
এতে ২৩৪০*১০৮০ পিক্সেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এর রেশিও ১৯.৫ঃ৯। মিড বাজেটের অনার ২০আই তেও একই রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছিলো।
অনার ২০ নিয়ে আরো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। ফোনটি মে মাসে উন্মোচন করা হবে।
তথ্যঃ গিজমো চায়না