মোবাইল-ম্যানিয়াঅ্যান্ড্রয়েড

ভিভোর যে ফোন পাচ্ছে পাই আপডেট!

ভিভো তাদের পরবর্তী আপডেটের রোডম্যাপ প্রকাশ করেছে। ভিভোর ফানটাচ ওএস এর পরবর্তী আপডেটে পাওয়া যাবে আন্ড্রয়েড ৯ পাই আপডেট।

ভিভোর মোট ১৩টি ফোনে আগামী জুলাই মাসে এই আপডেট আসবে। বেটা আপডেট আকারে নতুন আপডেটটি আসবে।

বর্তমানে ভিভোর ৫টি ফোনে এই আপডেট দেওয়া হয়েছে। ফোনগুলো হলো- ভিভো এক্স২১আই, জেড১, জেড১আই, এক্স২৩ এবং এক্স২৩ সিম্ফোনি এডিশন।

জুন মাসে যে সকল ফোনে আপডেট আসবে তা হলো- এক্স২১, এক্স২১ ইউডি, এক্স২১এস, নেক্স এ, নেক্স এস, নেক্স ডুয়েল ডিসপ্লে এবং জেড৩আই।

জুলাই মাসে ভিভো জেড৩ তে এই আপডেট পাওয়া যাবে।

বিদ্রঃ এই সময়সূচিটি শুধুমাত্র চীনের বাজারের সাথে সম্পর্কিত। দেশে আপডেট সময় ভিন্নও হতে পারে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।