উন্মোচিত হয়েছে রিয়েলমি ৩ প্রো
রেডমি নোট ৭ প্রো কে টেক্কা দিতে উন্মোচিত হয়েছে রিয়েলমি ৩ প্রো। ফোনটিতে থাকছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগণ ৭১০ প্রসেসর, ভালো ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার।
রিয়েলমি ৩ প্রো এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
এতে ৬.৩ ইঞ্চি আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডির রেশিও ৮৩.৭%। এতে ডিউড্রপ নচ ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে।
চিপসেটঃ
এতে ২.২ গিগাহার্জ অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ অ্যাড্রিনো ৬১৬।
র্যাম ও স্টোরেজঃ
- ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মেমরি কার্ড ব্যবহারের জন্য আলাদা স্লট রয়েছে।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ডুয়েল ক্যামেরা রয়েছে। মূল ক্যামেরাটি ১৬ (অ্যাপার্চার এফ/১.৭) মেগাপিক্সেলের আর অন্যটি ৫ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। মূল ক্যামেরাটি ওয়ানপ্লাস ৬টি তে ব্যবহার করা সনি আইএমএক্স৫১৯ ক্যামেরা সেন্সর। ফোনটির ক্যামেরা দিয়ে আল্ট্রা এইচডি মোড দিয়ে ৬৪ মেগাপিক্সেলের ছবি তোলা যাবে। এটি দিয়ে ৪কে ভিডিও এবং ৯৬০ এফপিএস সুপার স্লো-মো ভিডিও ধারণ করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ২৫ মেগাপিক্সেলের ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.০। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের জন্য এতে রয়েছে ৪ হাজার ৪৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে ২০ ওয়াট ক্ষমতার ভোক ৩.০। এটি দিয়ে ৩০ মিনিটে ফোন ৫০% চার্জ করা যাবে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯.০ পাই এবং কালারওএস ৬ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এর পেছনের ৩ডি স্পিডওয়ে ডিজাইন রয়েছে। এতে হাইপার বুস্ট ২.০ ফিচার রয়েছে, ফলে গেমিং এক্সপেরিয়েন্স আরো ভালো হবে। এতে হেডফোন জ্যাক এবং রেডিও রয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো ইউএসবি টাইপ-সি এর যুগে ফোনটিতে মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি বাজারে কার্বণ গ্রে, নাইট্রো ব্লু এবং লাইটিনিং পারপেল রঙে পাওয়া যাবে।
রিয়েলমি ৩ প্রো এর মূল্য ধরা হয়েছেঃ
- ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১৩,৯৯৯ রুপি (১৬,৯৬৬ টাকা)
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ- দাম জানানো হয়নি।
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১৬,৯৯৯ রুপি (২০,৬০০ টাকা)
রিয়েলমি ৩ প্রো দেশের বাজারে কবে আসবে তা এখনো জানা যায়নি, তবে আশা করা যায় খুব শীঘ্রই দেশের বাজারে পাওয়া যাবে।