লেনোভো জেড৬ প্রো উন্মোচিত হয়েছে
লেনোভো উন্মোচন করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন জেড৬ প্রো। ফোনটিতে থাকছে, ৪টি ক্যামেরা, স্ন্যাপড্রাগণ ৮৫৫, বড় ব্যাটারির সাথে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং।
লেনোভো জেড৬ প্রো এর পুরো স্পেসিফিকেশন:
ডিসপ্লে:
চিপসেট:
এতে কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ অ্যাড্রিনো ৬৪০।
র্যাম ও স্টোরেজ:
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ
যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর জন্য সিম স্লট ব্যবহার করতে হবে।
ক্যামেরা:
জেড৬ প্রো এর মূল আকর্ষণীয় দিক হলো এর ক্যামেরা। ফোনটির পেছনে মোট ৪টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৪৮ (অ্যাপার্চার এফ/১.৮) মেগাপিক্সেলের আর অন্যগুলো হলো ১৬ (অ্যাপার্চার এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ৮ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের টেলিফটো ও ২ (অ্যাপার্চার এফ/১.৮) মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া টিওএফ ৩ডি ক্যামেরা রয়েছে। এটি দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.০। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।
ব্যাটারি ও ওএস:
এতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দ্রুত গতিতে ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং জেডইউআই ১১ ব্যবহার করা হয়েছে।
অন্যান্য:
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে হেডফোন জ্যাক রয়েছে, তবে রেডিও নেই।
রঙ ও দাম:
ফোনটি বাজারে লাল ও সবুজ রঙে আসবে।
লেনোভো জেড৬ প্রো এর দাম ধরা হয়েছেঃ
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২,৮৯৯ ইউয়ান (৩৬,৩৮৫ টাকা)
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২,৯৯৯ ইউয়ান (৩৭,৬৪০ টাকা)
- ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৪,৭৯৯ ইউয়ান (৬০,২৩৫ টাকা)
চীনের বাজারে ২৯ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে।
প্রযুক্তির পণ্য কিনুন eorder .com.bd থেকে