স্যামসাং’র ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর
স্যামসাং তাদের নিজস্ব বাজারজাত করন ব্র্যান্ড আই এসওসেল এর মাধ্যমে নতুন সেন্সর আইএসওসেল ব্রাইট জিডাবলু১ নিয়ে হাজির হচ্ছে।
টেট্রাসেল প্রযুক্তির কারনে ৪টি পিক্সেল একত্রে ১টি স্কয়ার তৈরী করবে, যা কম আলোতে ১২ ও পর্যাপ্ত আলোতে ৬৪ মেগাপিক্সেল ছবি তুলবে।
সেন্সরটি কোন স্মার্টফোনে ব্যবহৃত হয় সেটাই দেখার বিষয়।
তথ্যসুত্রঃ দ্যা ভার্জ
বিঃদ্রঃ স্মার্টফোন আকর্ষনীয় দামে বসুন্ধরা সিটি’র গিগাহার্জ এ 01760 822 338