এক নজরে সাপ্তাহিক ফোন’র খবর
এক নজরে পুরো সপ্তাহের স্মার্টফোন’র খবর সমগ্রঃ
- উন্মোচিত গুগল পিক্সেল ৩এ
- পপআপ সেলফিতে হুয়াওয়ে পি স্মার্ট জেড
- সাধ্যের মধ্যে গুগল পিক্সেল ৩এ এক্সএল
- রিয়েলমি এক্স এ ৪৮ মেগাপিক্সেল
- ওয়ালটন লো বাজেট ফোন প্রিমো এইচ ৮
- রিয়েলমি এক্স’র স্ক্রিন বডি রেশিও ৯১.২%
- হুয়াওয়ে পি৩০ প্রো কে টেক্কায় অপ্পো রেনো ১০এক্স
- অপ্পোর পিসিডিএম১০ ফোনের ছবি ও স্পেক ফাঁস!
- রেডমি কে২০ প্রো তে স্ন্যাপড্রাগণ ৮৫৫
- বুধবার আসছে রিয়েলমি এক্স সিরিজ
- লেনোভো মিড বাজেট এল৩৮১১১ ফোন তথ্য ফাঁস!
- বুধবার আসছে মটোরোলা ওয়ান ভিশন
- রেডমি ফ্ল্যাগশিপ ফোনে(কে২০ প্রো) নেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
- বাংলালিংক কিনছে ভারতীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিও!
উন্মোচিত গুগল পিক্সেল ৩এ
গুগল বাজারে নিয়ে এসেছে পিক্সেল ৩ এর কম দামী সংস্করণ পিক্সেল ৩এ। ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে।