মি ব্যান্ড ৪ আসছে মঙ্গলবার
ওয়্যারেবল ডিভাইস হিসেবে শাওমি মি ব্যান্ড ফিটন্যাস ট্র্যাকার বাজারে নিজেদের অবস্থান বেশ শক্তপোক্তভাবেই গেড়ে বসেছে। এরই ধারাবাহিকতায় এর ৪র্থ প্রজন্মের মি ব্যান্ড ৪ আসছে চিনা মার্কেটে আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে।
একই উন্মোচন মঞ্চে আসতে পারে মি টিভি সহ আরো কিছু টেক পন্য। গতকাল কোম্পানিটি তথ্যটি নিশ্চিত করেছে।
উইবোর কোম্পানি প্রোফাইল থেকে নিশ্চিত করা হয়েছে যে, নতুন ফিটন্যাস ট্র্যাকার এ থাকছে চমতকপ্রদ ফিচার, দীর্ঘ ব্যাটারী ব্যাকাপ ও আরো পকেট ফ্রেন্ডলি দাম।
পূর্বের লিক পোষ্টে বলেছিলাম বড় ডিসপ্লে সাথে কালার ডিসপ্লে থাকবে। সাথে এনএফসি এডিশন থাকছে চায়না এডিশন এ।
ব্লুটুথ ভার্শন ৫ কম এনার্জি খরচ করবে। তবে জল্পনা কল্পনা আছে এতে পিপিজি মনিটরের বদৌলতে ইসিজি মনিটরিং থাকতে পারে।
মি ব্যান্ড ৪ ব্যাটারীতে থাকছে ১৩৫ মিঅ্যাম্প পাওয়ার। সাথে যুক্ত হচ্ছে মাল্টি ডিভাইস কানেক্টিভিটি।
এনএফসি এডিশানের দাম হতে পারে ৫ হাজার টাকার মত আর রেগুলার এডিশন এর দাম ২৫০০-৩০০০।
এখন অপেক্ষা আগামী সপ্তাহের 🙂
-গিজমোচায়না
WOW NICE POST AWESOME GADGET.
এটা পানির কতো মিটার নিচেও কাজ করবে?
Ami Akta kinbo