সর্বশেষ টেক নিউজ

মি ব্যান্ড ৪ আসছে মঙ্গলবার

ওয়্যারেবল ডিভাইস হিসেবে শাওমি মি ব্যান্ড ফিটন্যাস ট্র্যাকার বাজারে নিজেদের অবস্থান বেশ শক্তপোক্তভাবেই গেড়ে বসেছে। এরই ধারাবাহিকতায় এর ৪র্থ প্রজন্মের মি ব্যান্ড ৪ আসছে চিনা মার্কেটে আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে।

একই উন্মোচন মঞ্চে আসতে পারে মি টিভি সহ আরো কিছু টেক পন্য। গতকাল কোম্পানিটি তথ্যটি নিশ্চিত করেছে।

উইবোর কোম্পানি প্রোফাইল থেকে নিশ্চিত করা হয়েছে যে, নতুন ফিটন্যাস ট্র্যাকার এ থাকছে চমতকপ্রদ ফিচার, দীর্ঘ ব্যাটারী ব্যাকাপ ও আরো পকেট ফ্রেন্ডলি দাম।মি ব্যান্ড ৪ আসছে মঙ্গলবার 2

পূর্বের লিক পোষ্টে বলেছিলাম বড় ডিসপ্লে সাথে কালার ডিসপ্লে থাকবে। সাথে এনএফসি এডিশন থাকছে চায়না এডিশন এ।

ব্লুটুথ ভার্শন ৫ কম এনার্জি খরচ করবে। তবে জল্পনা কল্পনা আছে এতে পিপিজি মনিটরের বদৌলতে ইসিজি মনিটরিং থাকতে পারে।

মি ব্যান্ড ৪ ব্যাটারীতে থাকছে ১৩৫ মিঅ্যাম্প পাওয়ার। সাথে যুক্ত হচ্ছে মাল্টি ডিভাইস কানেক্টিভিটি।

এনএফসি এডিশানের দাম হতে পারে ৫ হাজার টাকার মত আর রেগুলার এডিশন এর দাম ২৫০০-৩০০০।

এখন অপেক্ষা আগামী সপ্তাহের 🙂

-গিজমোচায়না

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

3 thoughts on “মি ব্যান্ড ৪ আসছে মঙ্গলবার

  • এটা পানির কতো মিটার নিচেও কাজ করবে?

    Reply
  • অজ্ঞাতনামা কেউ একজন

    Ami Akta kinbo

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।