স্মার্টফোন ক্রয়ে প্রাধান্য পাওয়া ফ্যাক্টর গুলো
হাতের স্মার্টফোনটি কিনতে ১৫৯৭ জনের প্রাধান্যের জরিপ নিয়ে আজকে হাজির হলাম এই পোষ্টে, যাতে দেখবো স্মার্টফোন কিনার আগে আমরা কোন কোন বিষয় খেয়াল করি। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, প্যানেল সবগুলো থেকে কোনটি আপনি আগে প্রাধান্য দেন সেটা মনে রেখে চলুন দেখি টেকমাস্টারব্লগের ৬ মাস থেকে চলা জরিপের ফলাফল টি।
ব্লগ লেখার সহজ উপায়ঃ কিভাবে ব্লগ লিখবেন?
শাওমির এড বন্ধের ম্যানুয়াল পদ্ধতি
সবচেয়ে বেশিস ৪৮% মানুষ ভোট দিয়েছেন প্রসেসর এর দিকে, যা দেখে ক্লিয়ারলি বুঝা যায় যে শাওমি জনপ্রিয়তার অন্যতম কারন এর স্পেক। এরপরই ৩৬৬ ভোটে ২৩% মানুষ ভোট দিয়েছেন ব্যাটারি কিংবা স্ক্রিন অন টাইম কে, যা কিনা ইঙ্গিত দেয় গেয়ামার কিংবা সোশাল সাইট গুলো সার্ফ করা ইউজারদের।
মাত্র ১৯% ইউজার ক্যামেরা প্রায়োরিটি দেন ৩ নাম্বারে। এরপর বাকী ১০% ইউজার ডিসপ্লে ও ব্যাক প্যানেল ফিনিশিং দেখে মোবাইল কিনে থাকেন।
একনজরে ভোট সংখ্যাঃ
- ৭৭২ – প্রসেসর- এস ও সি
- ৩৬৬ – ব্যাটারি – এস ও টি
- ২৯৫ – ক্যামেরা – সেলফি – মেগাপিক্সেল
- ১০৩ – ডিসপ্লে সাইজ – স্ক্রীন টু বডি রেশিও
- ৬১ – ব্যাক প্যানেল ফিনিশিং
এই জরিপ এর সাথে আপনি কতটুকু একমত? কিংবা এব্যাপারে আপনার মতামত??
তথ্যসূত্রঃ লাইক টেলিকম গ্রুপ